
Our survival is not an extraordinary supernatural event. But all of this could end up in Nimesei. This planet can die for 8 reasons. Let's know these reasons. The first reason is the heated portion of the interior of the EarthMay be cool. The magnetic field around the planet called the magnetosphere This field is made from the rotation of the Earth. The strong particle comes out of the magnetosphere which keeps the shape of the Earth. Inside the coldIf the magnetosphia will lose the earth. The atmosphere will explode in space. Billion years ago, due to such incidents, Mars has become dead.
৮ উপায়ে ঘটতে পারে পৃথিবীর মৃত্যু
বিজ্ঞান বলে, সবকিছুই নশ্বর। পৃথিবীতে প্রাণ টিকে রয়েছে ভারসাম্য রক্ষার জন্য। কিন্তু এদের অস্তিত্ব টলায়মান। আমাদের পরিবেশ, সূর্য এবং আরো অন্যান্য প্রাকৃতিক বিষয় কেবল প্রাণ রক্ষার জন্যই নয়, এগুলো ধ্বংসের কারণও হতে পারে। আমরাদের বেঁচে থাকা কোনো অসাধারণ অতিপ্রাকৃতিক ঘটনা নয়। কিন্তু এর সবই শেষ হতে পারে নিমিষেই। এই গ্রহটি মারা যেতে পারে ৮টি কারণে। এই কারণগুলোই জেনে নেওয়া যাক। প্রথম কারণটি হলো পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত অংশটি শীতল হয়ে যেতে পারে। গ্রহের চারপাশে রয়েছে চৌম্বক ক্ষেত্র যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই ক্ষেত্র তৈরি হয় পৃথিবীর ঘূর্ণন থেকে। ম্যাগনেটোস্ফিয়ার থেকে শক্তিশালী কণা বেরিয়ে আসে যা পৃথিবীর আকৃতিকে ঠিক রাখে। ভেতরটা ঠাণ্ডা হয়ে গেলে ম্যাগনেটোস্ফিয়ার হারাবে পৃথিবী। এতে বায়ুমণ্ডর বিস্ফোরিত হবে মহাশূন্যে। বিলিয়ন বছর আগে এমন ঘটনার কারণেই মৃতপ্রায় হয়ে গেছে মঙ্গল।
No comments:
Post a Comment