James Cameron's 'Avatar 2' is not coming in 2018
Poster of 'Avatar' photo. Photo: Collected
The second episode of the 'Avatar' series directed by the world-famous director James Cameron was supposed to be released on Christmas Eve in 2017. But shooting has not started yet.
So this year, the most desired picture is 'Avatar-2'.However, the creator of the box office's highest-earning movie 'Avatars', 'Avatar 2', is still not being released in 2018, according to its creator James Cameron.
Working on four movies of 'Avatar' series. And so the 'Avatar 2' will be delayed for release. He said, 'The film is not being released in 2018'. We have not yet announced the date for the release of the film. '
The Oscar winning producer also said, "Movies will be released in the same way. We're not just making 'Avatar 2', we're making it the third, fourth, and even the fifth episode together. "Cameron also said, it took four and a half years to create the 'avatars'.And now we are making four more movies. Our hands are not completely empty. 'In 2009, the history of the box office became a science fiction movie' Avatar '. The movie, which has not been able to break the record, is worth $ 280 million worldwide.
Earlier, the release of 'Avatar 2' has been delayed three times. The film's production company Fox Studios, however, did not make any official statement in this regard. The first film in the 'Avatar' series was released on December 18, 2009. After gaining huge successIt is announced that the picture's sequel is going to come. But after the numerous announcements, the shooting of the film did not start. But a few months ago, James Cameron, the producer had said that shooting for the film is going to start in August this year.
২০১৮-তেও আসছে না জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার ২’
বিশ্বসেরা পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৭ সালের ক্রিসমাসে। কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি ছবির শুটিং। তাই এই বছর মুক্তি পাচ্ছে না বহুল কাঙ্খিত ছবি ‘অ্যাভাটার-২’। তবে বক্স অফিসের সর্বকালের সর্বাধিক আয়ের সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার টু’ ২০১৮ সালেও মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন এর নির্মাতা জেমস ক্যামেরন।গণমাধ্যমে এ ব্যাপারে ক্যামেরন বলেছেন তিনি একযোগে ‘অ্যাভাটার’ সিরিজের চারটি সিনেমা নিয়ে কাজ করছেন। আর তাই ‘অ্যাভাটার ২’ মুক্তি দিতে দেরি হবে। তিনি বলেন, ‘২০১৮-তেও ছবিটি মুক্তি দেয়া হচ্ছে না। আমরা এখনও সিনেমাটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করিনি।’
অস্কারজয়ী এই নির্মাতা আরও বলেন, ‘সিনেমাগুলো মুক্তি পাবে একই ধারায়। আমরা শুধু ‘অ্যাভাটার ২’ তৈরি করছি না, আমরা এর তৃতীয়, চতুর্থ এমনকি পঞ্চম পর্বও একইসঙ্গে তৈরি করছি।’ ক্যামেরন আরও বলেন, ‘অ্যাভাটার’ তৈরিতে সাড়ে চার বছর লেগেছিল। আর এখন আমরা তৈরি করছি আরও চারটি সিনেমা। আমাদের হাত একদম খালি নেই।’২০০৯ সালে মুক্তি পেয়েই বক্স অফিসে ইতিহাস গড়ে কল্পবিজ্ঞান সিনেমা ‘অ্যাভাটার’। বিশ্বব্যাপী ২৮০ কোটি ডলার ব্যবসা করে সিনেমাটি, যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। এর আগেও ‘অ্যাভাটার ২’ এর মুক্তির দিনক্ষণ পিছিয়েছে তিনবার। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টুডিওস অবশ্য এখন এব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।‘অ্যাভাটার’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৯ সালের ১৮ ডিসেম্বর। ব্যাপক সাফল্য পাওয়ার পর
ঘোষণা দেয়া হয়, ছবির সিক্যুয়েল আসতে যাচ্ছে। কিন্তু অসংখ্য ঘোষণার পরেও ছবির শুটিং-ই শুরু হয়নি। তবে কয়েকমাস আগে নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছিলেন, এই বছর আগস্টে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।
No comments:
Post a Comment