Saturday, July 29, 2017

Apps for the haley for easy to maintain health

 Apps for the haley for easy to maintain health

Whenever the heartwarming people will eat medicines, when will they go to a doctor and show any prescription to the doctor-the patient will be alerted about the 'e-heart' smartphone app. People with heart diseases will get more benefits using this app...

https://crazymedianews.blogspot.com/2017/07/apps-for-haley-for-easy-to-maintain.html
 



The app was released on Tuesday at a function organized at the National Heart Foundation Auditorium in the city. Urban Lab of Bangladesh University has developed this app with the support of NHF and Information and Communication Technology (ICT) for the National Heart Foundation (NHF) patients.
Dhaka North City Corporation Mayor Anisul Haque said, the patient will be saved during regular treatment and medicines using this app. The patients will be released from harassment and can be contacted more effectively with the doctor.
State Minister of ICT Junaid Ahmad said at the event that the e-Heart App will play an important role in digital health care. Presided over by NHH President National Professor Abdul Malik, Professor Syed Hossaini, Department of Biotechnology, University of California, USA, Chairman of Board of Trustees of Bangladesh University Kazi Jamil Azhar also spoke on the occasion.
It is reported that the app has patient profile, risk score, appointment, prescription, rest results, risk trends, followup, heart rate benefits. Heart Foundation patients get the chance to use it by registering and leaving the app.



 হৃদ্‌রোগীদের জন্য অ্যাপ

হৃদ্‌রোগীরা কখন কী ওষুধ খাবেন, কবে কোন চিকিৎসকের কাছে যাবেন আর কোন চিকিৎসককে কোন ব্যবস্থাপত্র দেখাবেন—রোগীকে এ সম্পর্কে সংকেত দেবে ‘ই-হার্ট’ নামের একটি স্মার্টফোন অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে আরও নানা সুবিধা পাবেন হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা।

গতকাল মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি প্রকাশ করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (এনএইচএফ) রোগীদের জন্য এনএইচএফ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহায়তায় বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব এই অ্যাপ তৈরি করেছে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এ অ্যাপ ব্যবহার করে নিয়মিত চিকিৎসায় ও ওষুধ সেবন করায় রোগীর সময় সাশ্রয় হবে। রোগীরা হয়রানির হাত থেকে মুক্তি পাবেন এবং চিকিৎসকের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করা যাবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ অনুষ্ঠানে বলেন, ই-হার্ট অ্যাপ ডিজিটাল স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনএইচএফের প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক আবদুল মালিকের সভাপতিত্বে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জীবপ্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ হোসাইনী, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান কাজী জামিল আজহার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এতে জানানো হয়, এ অ্যাপে রোগীর প্রোফাইল, রিস্ক স্কোর, অ্যাপয়েন্টমেন্ট, ব্যবস্থাপত্র, বিশ্রামের ফলাফল, রিস্ক ট্রেন্ড, ফলোআপ, হার্ট রেইট সুবিধা রয়েছে। হার্ট ফাউন্ডেশনের রোগীরা অ্যাপটি নামিয়ে নিবন্ধন করে এটি ব্যবহারের সুযোগ পাবেন।

No comments:

Post a Comment