Bangladeshi actresses wear flower pants in the country, half of the while abroad!
বিদেশের মাটিতে হাফ প্যান্ট পরিহিত বাংলাদেশি অভিনেত্রীরা। ছবি: সংগৃহীত।
In our country movies, the curtains are seen in half pants or open dresses, but outside of the film, actresses do not have such an outfit in real life. Absolutely not, I will not say that. However, the number of people who dared to roam the hood pants inside a few countries, the number of them is insignificant.Domestic actresses are seen in flower pants or knee cloth dresses abroad, inside the country. But if they cross the 56,000-square-mile shore, they should feel ashamed in the air. Independent actresses can wear huff pants abroad, can go on open dresses, take photos and can move freely. For example, actress Alisha Major. After going to a Maldivian resort, he is walking around the water bikes on the sea, wearing half pants, wearing huff pants.
Likewise, the pictures used at the top of this news are shown on the left side - Paramoni is standing on the Chinese wall, wearing Half Pants. Orchita Tangshiya and Tanha Nepal, and Jyotika Jyoti Half Pants are dressed in our neighboring
country of India, Calcutta.Acting is an art. The artists of the industry actors-actresses. If our country's actresses have to cross the country's boundaries to gain the freedom of clothing, then it is sad for us.
বাংলাদেশি অভিনেত্রীরা দেশে পরেন ফুল প্যান্ট, বিদেশে গেলেই হাফ
আমাদের দেশি চলচ্চিত্রে পর্দাকন্যাদের হাফ প্যান্ট কিংবা খোলামেলা পোশাকে দেখা গেলেও সিনেমার বাইরে বাস্তব জীবনে অভিনেত্রীদের এ ধরনের পোশাকে খুব একটা দেখা যায় না। একেবারেই যে নেই, তা বলবো না। তবে যে কজন দেশের অভ্যন্তরে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করার মতো সাহস রাখেন, তাদের সংখ্যা নগণ্য।
দেশিয় অভিনেত্রীদের ফুল প্যান্ট কিংবা হাঁটু ঢাকা পোশাক পরিচ্ছদেই বেশি দেখা যায় দেশের অভ্যন্তরে। কিন্তু ৫৬ হাজার বর্গ মাইলের কাঁটাতার পার হলেই, তারা যেন দম নেন স্বস্তির বাতাসে। স্বাধীনচেতা এই অভিনেত্রীরা বিদেশে গিয়ে হাফ প্যান্ট পরতে পারেন, খোলামেলা পোশাক পরিচ্ছদে ঘোরাফেরা করতে পারেন, ছবি তুলতে
পারেন এবং চলতে পারেন স্বাধীনভাবে। যেমন ধরুন অভিনেত্রী আলিশা প্রধান। মালদ্বীপের একটি রিসোর্টের যাওয়ার পর সাগরে ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি, পরনে হাফ প্যান্ট।
অনুররূপভাবে এই সংবাদের শীর্ষে ব্যবহৃত ছবিগুলোতে বামপাশ থেকে দেখা যাচ্ছে- পরীমনি চীনের প্রাচীরের উপর দাঁড়িয়ে আছেন, তার পরনে হাফ প্যান্ট। অর্চিতা স্পর্শীয়া ও তানহা নেপালে, এবং জ্যোতিকা জ্যোতি হাফ প্যান্ট পরিহিত অবস্থায় রয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়।অভিনয় একটি শিল্প। সেই শিল্পের ধারক অভিনেতা-অভিনেত্রীরা। আমাদের দেশের অভিনেত্রীদের পোশাক স্বাধীনতা অর্জন করতে যদি দেশের গণ্ডি পার হয়ে যেতে হয়, তাহলে সেটা আমাদের জন্যই দুঃখজনক......see more
বিদেশের মাটিতে হাফ প্যান্ট পরিহিত বাংলাদেশি অভিনেত্রীরা। ছবি: সংগৃহীত।
In our country movies, the curtains are seen in half pants or open dresses, but outside of the film, actresses do not have such an outfit in real life. Absolutely not, I will not say that. However, the number of people who dared to roam the hood pants inside a few countries, the number of them is insignificant.Domestic actresses are seen in flower pants or knee cloth dresses abroad, inside the country. But if they cross the 56,000-square-mile shore, they should feel ashamed in the air. Independent actresses can wear huff pants abroad, can go on open dresses, take photos and can move freely. For example, actress Alisha Major. After going to a Maldivian resort, he is walking around the water bikes on the sea, wearing half pants, wearing huff pants.
Likewise, the pictures used at the top of this news are shown on the left side - Paramoni is standing on the Chinese wall, wearing Half Pants. Orchita Tangshiya and Tanha Nepal, and Jyotika Jyoti Half Pants are dressed in our neighboring
country of India, Calcutta.Acting is an art. The artists of the industry actors-actresses. If our country's actresses have to cross the country's boundaries to gain the freedom of clothing, then it is sad for us.
বাংলাদেশি অভিনেত্রীরা দেশে পরেন ফুল প্যান্ট, বিদেশে গেলেই হাফ
আমাদের দেশি চলচ্চিত্রে পর্দাকন্যাদের হাফ প্যান্ট কিংবা খোলামেলা পোশাকে দেখা গেলেও সিনেমার বাইরে বাস্তব জীবনে অভিনেত্রীদের এ ধরনের পোশাকে খুব একটা দেখা যায় না। একেবারেই যে নেই, তা বলবো না। তবে যে কজন দেশের অভ্যন্তরে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করার মতো সাহস রাখেন, তাদের সংখ্যা নগণ্য।
দেশিয় অভিনেত্রীদের ফুল প্যান্ট কিংবা হাঁটু ঢাকা পোশাক পরিচ্ছদেই বেশি দেখা যায় দেশের অভ্যন্তরে। কিন্তু ৫৬ হাজার বর্গ মাইলের কাঁটাতার পার হলেই, তারা যেন দম নেন স্বস্তির বাতাসে। স্বাধীনচেতা এই অভিনেত্রীরা বিদেশে গিয়ে হাফ প্যান্ট পরতে পারেন, খোলামেলা পোশাক পরিচ্ছদে ঘোরাফেরা করতে পারেন, ছবি তুলতে
পারেন এবং চলতে পারেন স্বাধীনভাবে। যেমন ধরুন অভিনেত্রী আলিশা প্রধান। মালদ্বীপের একটি রিসোর্টের যাওয়ার পর সাগরে ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি, পরনে হাফ প্যান্ট।
অনুররূপভাবে এই সংবাদের শীর্ষে ব্যবহৃত ছবিগুলোতে বামপাশ থেকে দেখা যাচ্ছে- পরীমনি চীনের প্রাচীরের উপর দাঁড়িয়ে আছেন, তার পরনে হাফ প্যান্ট। অর্চিতা স্পর্শীয়া ও তানহা নেপালে, এবং জ্যোতিকা জ্যোতি হাফ প্যান্ট পরিহিত অবস্থায় রয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়।অভিনয় একটি শিল্প। সেই শিল্পের ধারক অভিনেতা-অভিনেত্রীরা। আমাদের দেশের অভিনেত্রীদের পোশাক স্বাধীনতা অর্জন করতে যদি দেশের গণ্ডি পার হয়ে যেতে হয়, তাহলে সেটা আমাদের জন্যই দুঃখজনক......see more
No comments:
Post a Comment