Tuesday, July 18, 2017

Dell brings the world's first wireless charging laptop

Dell brings the world's first wireless charging laptop
 US tech company Dell brings the laptop with the world's first wireless charging facility. It's a one-in-one laptop.The Latitude version of this laptop is 7285

The laptop has a charging dock. Laptop can be charged with this charging dock.

Although the One In One laptop does not have wireless charging facilities. That's why a dock will have to take help. There are also Wireless Compatibable Keyboards.If the laptop has 50 meters of charging dock, the laptop will becharged automatically.



Laptop price is $ 1200 It used the Core i5-7Y 54 model processor. It has 8 GB of RAM.
The laptop has a 12-inch display.






http://casualient.com/1zkc



ডেল বাজারে নিয়ে এলো বিশ্বের প্রথম ওয়ারলেস 
চার্জিং ল্যাপটপ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল বিশ্বের প্রথম ওয়ারলেস চার্জিং সুবিধা সম্বলিত ল্যাপটপ বাজারে এনেছে। এটি টু ইন ওয়ান ল্যাপটপ। ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটির মডেল ৭২৮৫ টু ইন ওয়ান।

ল্যাপটপটির সঙ্গে চার্জিং ডক রয়েছে। এই চার্জিং ডক দিয়ে ল্যাপটপটি চার্জ দেয়া যাবে।

যদিও টু ইন ওয়ান এই ল্যাপটটিতে ওয়ারলেস চার্জিং সুবিধা নেই। এজন্য একটি ডকের সাহায্য নিতে হবে। এতে ওয়ারলেস কম্পিটেবল কিবোর্ডও রয়েছে। চার্জিং ডকের ৫০ মিটারের মধ্যে ল্যাপটপটি রাখলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে।

ল্যাপটপটির মূল্য ১২০০ ডলার। এতে কোর আই৫-৭ওয়াই৫৪ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে ৮ জিবি র‌্যাম। ল্যাপটপটিতে ১২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।






No comments:

Post a Comment