There may be problems like type-2 diabetes and high blood pressure in the use of plastic in daily work. So men have warned in using plastic products, researchers. Researchers
at the University of Adelaide, South Australia's Health and Medical
Research Institute of Australia have researched 1,500 men. They did research on the presence of chemicals called pathalyut in the body of the male. Pathhelt has relationships with heart and diabetes. This information has been reported in a news agency Xinhua news agency...
The harmful chemicals used in the plastics and the components of the cancer cause harm to the environment, as well as harmful for health. Doctors and environmentalists are talking about the use of plastic bags and containers. Earlier, many studies have highlighted the harmful effects of plastic on health. Recently, Australian researchers did a research on the harmful substances of chemicals used on day-to-day plastics.Researchers Jumin Shi said, "Every person (aged 99.6 percent) who are more than 35 years old, has found pathhela in his urine examination after eating food kept in plastic products. Those who have high levels of platelet have been found to have increased heart rate, type-2 diabetes and high blood pressure risk. However, we still do not understand the root cause of these diseases with Pathathal. However, the effect of the chemicals on the endocrine system is understood.Previous studies have shown that those who drink soft drinks and eat packaged foods, they have high levels of pathelate.
প্লাস্টিক ব্যবহারে পুরুষের বিপদ!
দৈনন্দিন কাজে প্লাস্টিকের ব্যবহারে টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা হতে পারে। তাই পুরুষদের প্লাস্টিক পণ্য ব্যবহারে সতর্ক করেছেন গবেষকেরা। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়, সাউথ অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা ১ হাজার ৫০০ পুরুষের ওপর গবেষণা করেছেন। তাঁরা পুরুষের শরীরে প্যাথ্যালেট নামক রাসায়নিকের উপস্থিতি নির্ণয়ে এ গবেষণা করেন। প্যাথ্যালেটের সঙ্গে হৃদ্রোগ ও ডায়াবেটিসের সঙ্গে সম্পর্ক রয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্লাস্টিকে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ও ক্যানসার সৃষ্টিকারী উপাদান পরিবেশের যেমন ক্ষতি করে, তেমনি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। চিকিৎসক ও পরিবেশবিদেরা প্লাস্টিকের ব্যাগ ও কনটেইনার ব্যবহার বন্ধের কথা বলছেন। এর আগে অনেক গবেষণায় স্বাস্থ্যের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা দৈনন্দিন কাজে ব্যবহৃত প্লাস্টিকে রাসায়নিকের ক্ষতিকর বিষয়টি নিয়ে গবেষণা করেন।
গবেষক জুমিন শি বলেন, ‘৩৫ বছরের বেশি বয়সী প্রায় প্রত্যেক ব্যক্তি (৯৯ দশমিক ৬ শতাংশ) প্লাস্টিক পণ্যে রাখা খাবার খাওয়ায় তাদের মূত্র পরীক্ষায় প্যাথ্যালেট পাওয়া গেছে। যাঁদের প্যাথ্যালেটের মাত্রা বেশি পাওয়া গেছে, তাঁদের হৃদ্রোগ, টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে দেখা গেছে। তবে শুধু প্যাথ্যালেটের সঙ্গে এ রোগগুলোর সম্পর্কের প্রকৃত কারণ আমরা এখনো বুঝতে পারিনি। তবে এনডোক্রিন সিস্টেমে এ রাসায়নিকের প্রভাব বোঝা গেছে।’
এর আগের গবেষণায় দেখা গেছে, যাঁরা কোমল পানীয় পান করেন এবং প্যাকেটজাত খাবার খান, তাঁদের প্যাথ্যালেটের মাত্রা বেশি থাকে।
The harmful chemicals used in the plastics and the components of the cancer cause harm to the environment, as well as harmful for health. Doctors and environmentalists are talking about the use of plastic bags and containers. Earlier, many studies have highlighted the harmful effects of plastic on health. Recently, Australian researchers did a research on the harmful substances of chemicals used on day-to-day plastics.Researchers Jumin Shi said, "Every person (aged 99.6 percent) who are more than 35 years old, has found pathhela in his urine examination after eating food kept in plastic products. Those who have high levels of platelet have been found to have increased heart rate, type-2 diabetes and high blood pressure risk. However, we still do not understand the root cause of these diseases with Pathathal. However, the effect of the chemicals on the endocrine system is understood.Previous studies have shown that those who drink soft drinks and eat packaged foods, they have high levels of pathelate.
প্লাস্টিক ব্যবহারে পুরুষের বিপদ!
দৈনন্দিন কাজে প্লাস্টিকের ব্যবহারে টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা হতে পারে। তাই পুরুষদের প্লাস্টিক পণ্য ব্যবহারে সতর্ক করেছেন গবেষকেরা। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়, সাউথ অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা ১ হাজার ৫০০ পুরুষের ওপর গবেষণা করেছেন। তাঁরা পুরুষের শরীরে প্যাথ্যালেট নামক রাসায়নিকের উপস্থিতি নির্ণয়ে এ গবেষণা করেন। প্যাথ্যালেটের সঙ্গে হৃদ্রোগ ও ডায়াবেটিসের সঙ্গে সম্পর্ক রয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্লাস্টিকে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ও ক্যানসার সৃষ্টিকারী উপাদান পরিবেশের যেমন ক্ষতি করে, তেমনি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। চিকিৎসক ও পরিবেশবিদেরা প্লাস্টিকের ব্যাগ ও কনটেইনার ব্যবহার বন্ধের কথা বলছেন। এর আগে অনেক গবেষণায় স্বাস্থ্যের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা দৈনন্দিন কাজে ব্যবহৃত প্লাস্টিকে রাসায়নিকের ক্ষতিকর বিষয়টি নিয়ে গবেষণা করেন।
গবেষক জুমিন শি বলেন, ‘৩৫ বছরের বেশি বয়সী প্রায় প্রত্যেক ব্যক্তি (৯৯ দশমিক ৬ শতাংশ) প্লাস্টিক পণ্যে রাখা খাবার খাওয়ায় তাদের মূত্র পরীক্ষায় প্যাথ্যালেট পাওয়া গেছে। যাঁদের প্যাথ্যালেটের মাত্রা বেশি পাওয়া গেছে, তাঁদের হৃদ্রোগ, টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে দেখা গেছে। তবে শুধু প্যাথ্যালেটের সঙ্গে এ রোগগুলোর সম্পর্কের প্রকৃত কারণ আমরা এখনো বুঝতে পারিনি। তবে এনডোক্রিন সিস্টেমে এ রাসায়নিকের প্রভাব বোঝা গেছে।’
এর আগের গবেষণায় দেখা গেছে, যাঁরা কোমল পানীয় পান করেন এবং প্যাকেটজাত খাবার খান, তাঁদের প্যাথ্যালেটের মাত্রা বেশি থাকে।
No comments:
Post a Comment