Wednesday, August 9, 2017

Mobile App on Birth Control!

Elina Barrellund Sherrew's quest is not too much. The hope of this scientist is to bring joy to every pregnancy. "Every pregnancy should be planned. The atomist (nuclear physicist) who is working for this purpose, does not appear to be unplanned in any way, and no embryo is seen in the world. The reason for this is 'Natural Cycles', a mobile app that will help users with birth control...

May be ridiculous. A mobile phone application will play a role in a complete body like birth control! Is the mathematical algorithm possible to eliminate the most mysterious, primitive process of nature? Possible! Elina showed that!It would be wrong to say that only shows, one has created the potential for others. Since leaving in 2014, more than 300,000 women are using natural cycles. A woman using natural cycles for annual £ 50 (5,200 rupees), which is helping her to accurately control birth control. In the last two years, the earnings of 6 million dollars are saying how popular the app!All started from a hobby. Alina was shocked to find the existence of 'God particle' The 'Higgs boson' particle, whose existence has given evidence of physics to other heights, unveiled the mystery of the universe, "Eliña" was in the team of CERN (CERN). But tired Elina wanted to do something else. Her husband, Raul Sherwood, also encouraged physics to work with something other than this difficult equation. Raul, also known as physicist himself, thought that attention should be taken away somewhere else. They get rid of mental depression.Elina wanted to work on birth control for personal reasons. He was getting disturbed by all the prevailing conditions. Both of them were so busy in the study that they could not bring their child to the idea of ​​taking children. That time the BBC told Elina, 'Different women used different kinds of neutralities but none of them seemed right for me. Finding alternatives, I found out that body temperature tells you you are not fit to be pregnant (fertile). It was a new path for me. 'This was the basis of his application, his app.

জন্মনিয়ন্ত্রণে মোবাইল অ্যাপ! 
এলিনা বারিলুন্ড শেরউইথের চাওয়া খুব বেশি নয়। এই বিজ্ঞানীর আশা, ‘প্রতিটি গর্ভধারণই নিয়ে আসুক আনন্দ।’ অর্থাৎ প্রতিটি গর্ভধারণই হোক পরিকল্পিত। অপরিকল্পিতভাবে কোনো প্রাণ যেন ধরণিতে না আসে, আর কোনো ভ্রূণ-হত্যা যেন দেখতে না হয় পৃথিবীকে, এ উদ্দেশ্যেই কাজ করছেন এই পরমাণুবিজ্ঞানী (নিউক্লিয়ার ফিজিসিস্ট)। যে কারণে সৃষ্টি হয়েছে ‘ন্যাচারাল সাইকেলস’, এমন এক মোবাইল অ্যাপ, যা জন্মনিয়ন্ত্রণে সাহায্য করবে ব্যবহারকারীদের। হাস্যকর ঠেকতে পারে। জন্মনিয়ন্ত্রণের মতো সম্পূর্ণ শারীরিক একটা বিষয়ে কীভাবে ভূমিকা রাখবে একটি মুঠোফোনের অ্যাপ্লিকেশন! গাণিতিক অ্যালগরিদমের পক্ষে সম্ভব প্রকৃতির সবচেয়ে রহস্যাবৃত, আদিম এক প্রক্রিয়ায় বাদ সাধতে? সম্ভব! এলিনা সেটাই করে দেখিয়েছেন!
শুধু করে দেখিয়েছেন বললে ভুল হবে, অন্যদের জন্য সৃষ্টি করেছেন এক অপার সম্ভাবনা। ২০১৪ সালে বের হওয়ার পর থেকে তিন লাখের বেশি নারী ব্যবহার করছেন ন্যাচারাল সাইকেলস। বার্ষিক ৫০ পাউন্ডের (৫২০০ টাকা) বিনিময়ে একজন নারী ব্যবহার করছেন ন্যাচারাল সাইকেলস, যা তাঁকে নির্ভুলভাবে জন্মনিয়ন্ত্রণে সহযোগিতা করছে। দুই বছরে ৬ মিলিয়ন ডলার আয়ের অঙ্কটাও বলছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এ অ্যাপ!
সবই শুরু হয়েছিল একটি শখ থেকে। ‘ঈশ্বর কণা’র অস্তিত্ব খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছিলেন এলিনা। ‘হিগস বোসন’ কণা, যার অস্তিত্বের প্রমাণ পদার্থবিজ্ঞানকে অন্য উচ্চতায় তুলে দিয়েছে, মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছে, —সার্নের (সিইআরএন) সেই বিজ্ঞানীদের দলে ছিলেন এলিনা। কিন্তু টানা ব্যর্থতায় ক্লান্ত এলিনা অন্য কিছু করতে চাইছিলেন। তাঁর স্বামী রাউল শেরউইথও উৎসাহ দিলেন পদার্থবিজ্ঞানের এই কঠিন সমীকরণের বাইরে অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে। নিজেও পদার্থবিজ্ঞানী বলে রাউলও বুঝতে পারছিলেন, মনোযোগটা আপাতত অন্য কোথাও সরিয়ে নেওয়া দরকার। তাতে মানসিক অবসাদ থেকে মুক্তি মিলবে।
ব্যক্তিগত কারণেও এলিনা চাইছিলেন জন্মনিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে। একে প্রচলিত সব নিরোধব্যবস্থায় বিরক্ত হয়ে উঠছিলেন তিনি। দুজনই গবেষণায় এত ব্যস্ত ছিলেন যে সন্তান নেওয়ার চিন্তা মাথায় আনতে পারছিলেন না। সে সময়ের কথা বিবিসিকে বলেন এলিনা, ‘অন্য নারীদের মতো বিভিন্ন নিরোধ ব্যবহার করেছি কিন্তু কোনোটাই আমার জন্য সঠিক মনে হয়নি। বিকল্প খুঁজতে গিয়ে জানতে পারলাম, শরীরের তাপমাত্রা বলে দেয় আপনি গর্ভধারণ করতে উপযুক্ত কি না (ফার্টাইল)। আমার জন্য এটা ছিল নতুন পথের সন্ধান।’
এই একটি তথ্যই ভিত্তি হয়ে উঠল তাঁর অ্যাপের।

No comments:

Post a Comment