বলিউডের সেক্স সিম্বল নায়িকা বলা হয় উর্বশী রাওতালকে। এবার তিনি নতুন
সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। জানা যায়, বলিউডের জনপ্রিয় সিরিজ ‘হেট
স্টোরি’র পরবর্তী সিক্যুয়েলে অভিনয় করবেন তিনি।
তবে ‘হেট স্টোরি-ফোর’ ছবিটিতে উর্বশী কাজ করতে রাজি হয়েছেন একটি বিশেষ শর্তে। সেটি হলো এই ছবিতে কোনো চুমু দেবেন না তিনি। মূলত রগরগে সব দৃশ্যের জন্যই ‘হেট স্টোরি’ সিরিজের ছবিগুলোর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তবুও চুমু না খাওয়ার শর্ত মেনে নিয়ে উর্বশীকে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
শর্তে উর্বশী বলেছেন, এই ছবির অভিনয়ের ক্ষেত্রে চুমু, অন্তরঙ্গ দৃশ্য ও শরীর প্রদর্শন করবেন না তিনি। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, প্রাথমিকভাবে সিনেমাটিতে অভিনয়ের জন্য ঊর্বশীকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এ দৃশ্যগুলো বাদ দেয়া হয়।
এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘আমি দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এ বিষয়ে কিছু প্রকাশ না করার ব্যাপারে অঙ্গীকার করেছি।’ এ অভিনেত্রী জানান, কাবিল সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয় দক্ষতা ফুটে উঠবে।
হেট স্টোরি-ফোর সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে জানিয়ে নির্মাতা বিশাল পান্ডে বলেন, ‘অন্তরঙ্গ ও সাহসী দৃশ্যগুলোর দিক থেকে এই সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে। কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে এবং ভিন্ন দর্শকদের আকর্ষণ করার জন্য নির্মিত। অন্তরঙ্গ দৃশ্য অবশ্যই এ সিনেমার মূল বিষয়বস্তু নয়। তাই বলে এই নয় যে, ইতোমধ্যে প্রতিষ্ঠিত এ ফ্র্যাঞ্চাইজির দর্শকের জন্য আমরা উপভোগ্য কিছু রাখব না।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হেট স্টোরি’। এরপর ২০১৪ সালে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি মুক্তি পায়। পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ এর আগে এই সিনেমা সিরিজে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
Bollywood sex symbol heroine is called Urshashi Rautal Now he is going to appear in the new movie. It is known that she will star in the upcoming sequel of Bollywood's popular series 'Hat Story'.But in the 'Hate Story-Four' film, Urvashi has agreed to work on a special condition. That is, he will not give any kiss in this film. The pictures of the 'Hate Story' series have different acceptances for all the scenes. Still, Urbashi has signed a contract as a heroine in compliance with the condition of not eating kissing. The film's production companyUrshi said on condition of an action, he will not show kisses, intimate scenes and body in the film's acting. In this context, a source told the media that Urvashi was initially offered for acting in the movie. But he refused to play in intimate scenes. Later these scenes were dropped.In this context, Urbashi said, "I have contracted for two films. But I have pledged not to disclose anything about this. "The actress said that after returning to Kabul, she has returned to acting in several films. Because he wants to play in a role where acting skills will be better than glamor.Hate Story-Four will be a little different than earlier movies, the creator of the huge Pandey said, "From the direction of intimate and bold scenes, this movie will be a little different than earlier movies. Because it is based on true facts and built to attract different viewers. Intimate scenes are certainly not the main content of this movie. So it is not that we will not keep anything enjoyable for the already established franchisee. "The franchise's first movie 'Hit Story' was released in 2012. Then in 2014 Het Story-2 and Het Story-3 were released in 2015. Paoli Pryam, Surveen Chawla, Zerin Khan and Daisy Shah have played the heroine in this movie series before this.
তবে ‘হেট স্টোরি-ফোর’ ছবিটিতে উর্বশী কাজ করতে রাজি হয়েছেন একটি বিশেষ শর্তে। সেটি হলো এই ছবিতে কোনো চুমু দেবেন না তিনি। মূলত রগরগে সব দৃশ্যের জন্যই ‘হেট স্টোরি’ সিরিজের ছবিগুলোর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তবুও চুমু না খাওয়ার শর্ত মেনে নিয়ে উর্বশীকে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
শর্তে উর্বশী বলেছেন, এই ছবির অভিনয়ের ক্ষেত্রে চুমু, অন্তরঙ্গ দৃশ্য ও শরীর প্রদর্শন করবেন না তিনি। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে জানান, প্রাথমিকভাবে সিনেমাটিতে অভিনয়ের জন্য ঊর্বশীকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এ দৃশ্যগুলো বাদ দেয়া হয়।
এ প্রসঙ্গে উর্বশী বলেন, ‘আমি দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এ বিষয়ে কিছু প্রকাশ না করার ব্যাপারে অঙ্গীকার করেছি।’ এ অভিনেত্রী জানান, কাবিল সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয় দক্ষতা ফুটে উঠবে।
হেট স্টোরি-ফোর সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে জানিয়ে নির্মাতা বিশাল পান্ডে বলেন, ‘অন্তরঙ্গ ও সাহসী দৃশ্যগুলোর দিক থেকে এই সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে। কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে এবং ভিন্ন দর্শকদের আকর্ষণ করার জন্য নির্মিত। অন্তরঙ্গ দৃশ্য অবশ্যই এ সিনেমার মূল বিষয়বস্তু নয়। তাই বলে এই নয় যে, ইতোমধ্যে প্রতিষ্ঠিত এ ফ্র্যাঞ্চাইজির দর্শকের জন্য আমরা উপভোগ্য কিছু রাখব না।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হেট স্টোরি’। এরপর ২০১৪ সালে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি মুক্তি পায়। পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ এর আগে এই সিনেমা সিরিজে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
Bollywood sex symbol heroine is called Urshashi Rautal Now he is going to appear in the new movie. It is known that she will star in the upcoming sequel of Bollywood's popular series 'Hat Story'.But in the 'Hate Story-Four' film, Urvashi has agreed to work on a special condition. That is, he will not give any kiss in this film. The pictures of the 'Hate Story' series have different acceptances for all the scenes. Still, Urbashi has signed a contract as a heroine in compliance with the condition of not eating kissing. The film's production companyUrshi said on condition of an action, he will not show kisses, intimate scenes and body in the film's acting. In this context, a source told the media that Urvashi was initially offered for acting in the movie. But he refused to play in intimate scenes. Later these scenes were dropped.In this context, Urbashi said, "I have contracted for two films. But I have pledged not to disclose anything about this. "The actress said that after returning to Kabul, she has returned to acting in several films. Because he wants to play in a role where acting skills will be better than glamor.Hate Story-Four will be a little different than earlier movies, the creator of the huge Pandey said, "From the direction of intimate and bold scenes, this movie will be a little different than earlier movies. Because it is based on true facts and built to attract different viewers. Intimate scenes are certainly not the main content of this movie. So it is not that we will not keep anything enjoyable for the already established franchisee. "The franchise's first movie 'Hit Story' was released in 2012. Then in 2014 Het Story-2 and Het Story-3 were released in 2015. Paoli Pryam, Surveen Chawla, Zerin Khan and Daisy Shah have played the heroine in this movie series before this.
No comments:
Post a Comment